odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

বান্দরবানের লামায় শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ January ২০২০ ০৯:২১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ January ২০২০ ০৯:২১

বান্দরবান, ২১ জানুয়ারি ২০২০ : জেলার লামা উপজেলায় আজ একহাজার একশ’ ম্রো শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রি বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের পত্নি মে হ্লা প্রু মার্মা।
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, বান্দরবান উইমেন চেম্বার অব কমার্সের চেয়ারম্যান হ্লানেসিং লুসাই প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: