ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২০  : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সূচনালগ্ন থেকেই চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নতুন-নতুন শিল্প সৃষ্টির মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে ভিন্ন মাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি আজ শুক্রবার সকালে চারুকলা অনুষদ প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য প্রাক্তনি সংঘের (ডুসকা) পুনর্মিলনী-২০২০ ও ২য় বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান মুকুল কুমার বাড়ৈর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন,ভাস্কর্য বিভাগের অনারারি অধ্যাপক মো. হামিদুজ্জামান খান,বিভাগের শিক্ষক নাসিমুল খবির ও ডুসকা’র সভাপতি মুজিবুর রহমান বক্তৃতা করেন।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন,চারুকলা অনুষদের অন্যতম বিভাগ হচ্ছে ‘ভাস্কর্য বিভাগ’। এ বিভাগের অনেক শিক্ষক-শিক্ষার্থী দেশ-বিদেশে ভাস্কর হিসেবে খ্যাতি ও সুনাম অর্জন করেছেন। মুজিববর্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ভাস্কর্য নির্মাণসহ’ নানাবিধ আয়োজন চলছে উল্লেখ করে উপাচার্য এসব আয়োজনে অংশগ্রহণের জন্য ভাস্কর্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।
ডুসকা’র দিনব্যাপী অনুষ্ঠানসূচিতে স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে।