odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

প্রধানমন্ত্রী বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন : সেতুমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ March ২০২০ ২২:২৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ March ২০২০ ২২:২৭

 

ঢাকা, ২৩ মার্চ, ২০২০ : দেশের করোনার সর্বিক পরিস্থিতি নিয়ে বুধবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস রাখুন। যখন যেটা বলতে হবে, প্রধানমন্ত্রী সে সম্পর্কে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলবেন। ২৫ মার্চ তিনি ভাষণ দেবেন।
তিনি বলেন, ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। ধারণা করা হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণে সরকারের নেয়া পদক্ষেপ ও প্রয়োজনীয় প্রস্তুতি তুলে ধরে দেশবাসীকে আশ্বস্ত করবেন বঙ্গবন্ধু কন্যা। আসতে পারে আরও কিছু নির্দেশনা।



আপনার মূল্যবান মতামত দিন: