odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

সন্ধ্যা থেকে সকল যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ : রেলমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ March ২০২০ ২৩:৪০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ March ২০২০ ২৩:৪০

 

ঢাকা, ২৪ মার্চ, ২০২০  : করোনাভাইরাস সংক্রমন রোধে আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সকল যাত্রীবাহী ট্রেন চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রেলভবনে এক জরুরি সংবাদ সম্মেলন রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এ কথা জানান।
তিনি বলেন, ‘করোনাভাইরাস সংক্রমন রোধে আজ সন্ধ্যার পর থেকে সকল যাত্রীবাহী ট্রেন চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময় মালবাহী ও তেলবাহী ট্রেন সীমিত পরিসরে চলাচল করবে।’
রেলমন্ত্রী বলেন,‘অনেক ট্রেন পথিমধ্যে চলমান অবস্থায় আছে। ট্রেনগুলো ঢাকায় এসে আবার তাদের নির্ধারিত গন্তব্যে চলে যাবে। তবে সন্ধার পর থেকে শিডিউল অনুযাযী কোন ট্রেন চলবে না।’
সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শাসসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: