ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

৭ এপ্রিল থেকে টেলিভিশনে প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০ ০৩:৫৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০ ০৩:৫৭

 

ঢাকা ৫ এপ্রিল, ২০২০ : প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ঘরে বসে শিখার উদ্যোগ নিয়েছে সরকার।
করোনাভাইরাস পরিস্থিতিতে চলমান প্রাথমিক বিদ্যালয় ছুটির সময় শিক্ষার্থীদের লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষায় ‘ সংসদ বাংলাদেশ টেলিভিশন ‘ এ বিষয়ভিত্তিক পাঠদান কর্মসূচি ‘ঘরে বসে শিখি’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট রুটিন অনুযায়ী আগামী ৭ এপ্রিল থেকে এ কার্যক্রমের সম্প্রচার শুরু হবে।
পাঠদান কার্যক্রম বেলা ২টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৪ টায়। প্রতিটি বিষয়ে পাঠদান ২০ মিনিট পর্যন্ত চলবে।
টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক শ্রেণি পাঠ শেষে পাঠদানকৃত বিষয়ের উপর বাড়ির কাজ দিবেন। শিক্ষার্থীরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে।



আপনার মূল্যবান মতামত দিন: