odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

রেড-ইয়েলো জোনে সাধারণ ছুটি, গ্রীন জোনে সীমিত অফিস

odhikar patra | প্রকাশিত: ১৬ June ২০২০ ০২:১৩

odhikar patra
প্রকাশিত: ১৬ June ২০২০ ০২:১৩

 

 

ঢাকা, ১৫ জুন, ২০২০  : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলকে যে তিনটি জোনে ভাগ করা হচ্ছে, তার মধ্যে রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত আদেশে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘লাল ও হলুদ অঞ্চলে অবস্থিত সামরিক বা অসামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত বা বেসরকারি দপ্তরগুলো এবং রেড ও ইয়েলো অঞ্চলে বসবাসকারী এসব দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। গ্রীন অঞ্চলে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এব বেসরকারি অফিস নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে।’
এছাড়াও গত ৩১ মে থেকে সীমিত পরিসরে যেভাবে অফিস চলছে, গ্রীন জোনে অবস্থিত অফিসগুলো ১৬ থেকে ৩০ জুন পর্যন্ত সেভাবেই চলবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২৬ মার্চ থেকে টানা ৬৬ দিনের ছুটি শেষে ৩১ মে থেকে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে অফিস-আদালত এবং ১ জুন থেকে গণপরিবহন খুলে দেওয়া হয়। ১৫ দিনের জন্য এ নির্দেশনা শেষে নতুন নির্দেশনা দেয় সরকার।



আপনার মূল্যবান মতামত দিন: