odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

থিমেটিক অ্যাম্বাসেডর’ মনোনীত হওয়ায় সায়মা ওয়াজেদকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ July ২০২০ ০৫:২৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ July ২০২০ ০৫:২৭

 

ঢাকা, ২৮ জুলাই, ২০২০  : জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো নিয়ে গঠিত ‘ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) ‘থিমেটিক অ্যাম্বাসেডর’ মনোনীত হওয়ায় বিশ^ব্যাপী বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক-ডিজঅর্ডার) শিশুদের মেধা-মনন ও মানসিক বিকাশে আত্মনিবেদিত প্রাণ সায়মা ওয়াজেদ হোসেনকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ।
আজ মঙ্গরবার দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিবৃতিতে তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অন্তঃপ্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুযোগ্য কন্যা, অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মেধা-মনন-প্রতিভা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশে^র দেশে দেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিপূর্ণ বিকাশের সকল প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি এক আলোকবর্তিকা। তাকে সিভিএফ-এর ‘থিমেটিক অ্যাম্বাসেডর’ মনোনীত করার সময়োপযোগী সিদ্ধান্তকে আওয়ামী লীগ আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ বিশ^াস করে, বিশ^খ্যাত অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেনের মেধা-মনন-প্রজ্ঞা এবং দূরদর্শী নেতৃত্ব ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নকে আরও গতিশীল করবে। তার দক্ষতা ও অভিজ্ঞতা সিভিএফ সদস্যভুক্ত দেশসমূহের জনগণের মধ্যে জলবায়ূ পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ব্যাপক সচেতনাবোধ ও মতৈক্য সৃষ্টিতে সহায়ক হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বৈশি^ক উষ্ণায়ন রোধ ও অভিযোজন কার্যক্রম জোরদার করার মধ্য দিয়ে তিনি আমাদের এই প্রিয় ধরিত্রীর সুনির্মল প্রবাহ এবং প্রাণ-প্রকৃতির প্রফুল্ল-চিত্তের উন্মুক্ত দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
ওবায়দুল কাদের বলেন, বিশ^ স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের উপদেষ্টা ও অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন বাংলাদেশ ও বাঙালি জাতির অহংকার, নারী জাগরণের পথিকৃৎ। সিভিএফ-এর ‘থিমেটিক অ্যাম্বাসেডর’ মনোনীত হওয়ায় মানবকল্যাণে আত্মনিবেদিত এই তরুণ মেধাবী নেতৃত্বকে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। তার উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।



আপনার মূল্যবান মতামত দিন: