odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

গজারিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ।

ahsanul islam | প্রকাশিত: ৮ September ২০২০ ০২:১৬

ahsanul islam
প্রকাশিত: ৮ September ২০২০ ০২:১৬

গজারিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ।

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ রোববার (০৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পুরান বাউশিয়া গ্রামের সাবেক মেম্বার মহাসীন ফরাসী বাড়ীর সামনের পাকা রাস্তা উপর থেকে ৫০ গ্রাম গাঁজাসহ শাহজাহান মিয়াকে আটক করা হয়।

আটক মোঃ শাহজাহান মিয়া বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি গ্রামের মৃত বাহর আলীর ছেলে।

সংশ্লিষ্ট সুত্র জানায়,গতকাল রোববার রাত ৮টার দিকে গোপন খবরের ভিত্তিতে গজারিয়া থানার এসআই মাইনউদ্দিন সঙ্গীয় ফোর্স এসআই শাহ মোয়াজ্জেম ও এএসআই রফিকুল ইসলামকে নিয়ে পুরান বাউশিয়া গ্রামের সাবেক মেম্বার মহাসীন ফরাসী বাড়ীর সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ শাহজাহান মিয়াকে আটক করা হয়।

আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: