odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

থ্রী এঙ্গেল (কোম্পানী ) এর বিরুদ্ধে  জোড় পূর্বক কৃষি জমি দখলের প্রতিবাদ দীর্ঘ মানব বন্ধন।

ahsanul islam | প্রকাশিত: ১৭ September ২০২০ ২৩:০৮

ahsanul islam
প্রকাশিত: ১৭ September ২০২০ ২৩:০৮

থ্রী এঙ্গেল (কোম্পানী ) এর বিরুদ্ধে  জোড় পূর্বক কৃষি জমি দখলের প্রতিবাদ দীর্ঘ মানব বন্ধন।
‌দেলোয়ার হোসেন,গজারিয়া প্রতিনিধিঃ  আজ সকাল ১১টায় ফেরীঘাট হতে গজারিয়া ইউনিয়ন প্রর্যন্ত ইউনিয়নের এলাকা বাসি মানব বন্ধন করেন।থ্রী এঙ্গেল (কোম্পানি) শিপিং ওয়াড এর বিরুদ্ধে।
 
মানব বন্ধন কারি ,তাদের প্রতেকের অভিযোগ। তাদের 
গজারিয়া ইউনিয়ন এর নয়ানগর,বালুচর মৌজায় থ্রী এঙ্গেল কোম্পানী শত বিঘা জমি জোড় পূর্বক বালু ভরাট করে দখল করে নেওয়ার।
 
এবং তিন ফসলি জমি ও ফুলদী নদী
তে   বালু ভরে তাদের থ্রী এঙ্গেল কোম্পানির দখলে নিয়ে যাচ্ছেন।যা কারনে আমাদের আবাদি জমি ক্রমশ্র হ্রাস পাচ্ছে।
 
এজন্য তারা তিন ফসলি জমি ও ফুলদি নদী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে দীর্ঘ মানব বন্ধনের  আয়োজন করেন।
 
আজ ১৭/০৯/২০২০ইং সকাল-১১ঘটিকায় গজারিয়া ফেরীঘাট থেকে গজারিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত দীর্ঘ এই পথে মানব বন্ধনে সর্বস্তরের শত শত নারী-পুরুষ,শিশু -বৃদ্ধ অংশ গ্রহণ করেন।
 
মানব বন্ধনে ব্যক্তারা অভিযোগ করেন -থ্রী এঙ্গেল শিপ ইয়ার্ড এর  ব্যক্তি মালিকানাধীন তিন ফসলি  কৃষিজমি,ভূমিহীনদের বন্ধবস্তকৃত খাস জমি,সরকারী নদী-নালা,খাল-বিল জোড় পূর্বক বালি ভরাট করে দখল করে আছে।
 
তারা আরো বলেন,অনত্বিলম্বে জমি মালিকদের জমি ফেরত ও দোষীদের শাস্তি দাবি করেনএবং এই আন্দোলন চলমান থাকবে বলেও বক্তব্যে জানান


আপনার মূল্যবান মতামত দিন: