odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

এটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ September ২০২০ ০৩:৪৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ September ২০২০ ০৩:৪৯

 

ঢাকা, রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০

এটর্নি জেনারেল মাহবুবে আলমের (৭১) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে মাহবুবে আলমের ইন্তেকালের সংবাদে মন্ত্রী তার শোক বার্তায় বলেন, দীর্ঘ সাড়ে চার দশক প্রাজ্ঞ আইনী সেবাদানকারী মাহবুবে আলম আমৃত্যু দেশসেবার এক অনুসরণীয় উদাহরণ। জীবনের শেষ সাতটি বছর তিনি রাষ্ট্রের প্রধান আইনজীবী হিসেবে যে বিচক্ষণতার স্বাক্ষর রেখেছেন, সেটিও ভুলবার নয়।

ড. হাছান এই প্রয়াত আইনজ্ঞের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

স্বাক্ষরিত/-
মীর আকরাম Dir-PR
Info Min
nijhum77@yahoo.com



আপনার মূল্যবান মতামত দিন: