odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

সিরাজদিখানের শুলপুর ধর্মপল্লীতে বৃক্ষরোপণ ও কারিগরি দক্ষতা প্রশিক্ষন উদ্বোধন।

ahsanul islam | প্রকাশিত: ২ October ২০২০ ০৯:০৬

ahsanul islam
প্রকাশিত: ২ October ২০২০ ০৯:০৬

সিরাজদিখানের শুলপুর ধর্মপল্লীতে বৃক্ষরোপণ ও কারিগরি দক্ষতা প্রশিক্ষন উদ্বোধন।

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ

 

মুন্সীগঞ্জের সিরাজদিখানের শুলপুর ধর্মপল্লীতে করোনায় কর্মহীনদের কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ ও মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়।বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার শুলপুর গীর্জা প্রঙ্গনে কারিতাস ঢাকা অঞ্চলের উদ্যোগে গীর্জার পাল প্রহিত লিন্টু ফ্রান্সিস ডি কস্তার সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। 

শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যাবস্থাপক ভিনসেন্ট প্রদিপ রোজারিওর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ সাব্বির সাজ্জাদ, সিরাজদিখান উপজেলা সমবায় অফিসার বিন্দু রানি পাল, কেয়াইন ইউপি চেয়ারম্যান মোঃআশ্রাফ আলী,ইউপি সদস্য নয়ন রোজারিও,সিটিএসপির ব্যাবস্থাপক নোয়েল গনসালভেস, ট্যাকনিক্যাল পরিমেল কস্তা, শুলপুর খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সভাপতি সজল জন পিরীজ,সহ-সভাপতি উল্লাস গমেজ, সাধারণ সম্পাদক বাপ্পি লুকাস কস্তা, বাংলাদেশ খ্রিষ্টিয়ান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  রিচার্ড অধিকারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 



আপনার মূল্যবান মতামত দিন: