odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

রূপগঞ্জে বিদ্যুতের আগুনে একই পরিবারের ৪ জনের মৃত্যু

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ২৩ January ২০২১ ১৮:৫৭

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ২৩ January ২০২১ ১৮:৫৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার ছিড়ে লাগা আগুনে একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টরের কুমারটেক গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাড়ির মালিক মাছুম মিয়া, তার স্ত্রী সীমা ও তাদের ২ প্রতিবন্ধী শিশু সন্তান।

পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, রাত পৌনে ৯টার দিকে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার স্টেশনের কাছেই কুমারটেক এলাকায় ডেসকোর তার নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের ওপর ছিঁড়ে পড়লে আগুনের সূত্রপাত হয়।

এ সময় ওই লাইনের নিচে বসবাস করা মাছুম মিয়ার ঘর মুহূর্তেই পুড়ে যায়। এতে ঘরে থাকা বাড়ির মালিক মাছুম মিয়া ও তার ২ প্রতিবন্ধী শিশু সন্তানসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে ২০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় ঘর থেকে মাছুমের স্ত্রী সীমাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক তার ছিঁড়ে বসতঘরে সৃষ্ট আগুনে ঘটনাস্থলেই বাড়ির মালিক মাছুম মিয়া ও তাদের ২ প্রতিবন্ধী শিশু সন্তানের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পথে মাছুমের স্ত্রীও মারা যান।

অধিকারপত্র/এস



আপনার মূল্যবান মতামত দিন: