odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫
৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

পুলিশ - শিক্ষার্থীরা মুখোমুখি: জরুরী সভায় শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ February ২০২১ ২১:০৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ February ২০২১ ২১:০৫

নিজস্ব প্রতিবেদক 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে পুলিশ - শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে।

বুধবার ( ২৪ ফেব্রুয়ারি ) সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এসময় পুলিশ শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দিতে সময় বেঁধে দিয়েছে।

সকাল হতে শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখার ফলে, এ এলাকায় কোনও যানবাহন প্রবেশ এবং বের হতে পারছে না।

এদিকে এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয় নিয়ে জরুরী অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ের দায়িত্ব থাকা ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সঙ্গে
ভার্চুয়াল সভায় বসেছেন শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি।

এ সভা থেকে শিক্ষার্থীদের জন্য পরিক্ষার ব্যাপারে পরবর্তী নির্দেশনা জানাতে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী দিপু মনি।

এর আগে, গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় রাখতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সকল পরীক্ষা স্থগিত করা হয় বলে জানানো হয়।

এরপরই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। নীলক্ষেত মোড় অবরোধের পর রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এরমধ্যে মহাখালী তিতুমীর কলেজের সামনেও সড়ক অবরোধ করে পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শহীদুল /



আপনার মূল্যবান মতামত দিন: