odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬
ভার্চুয়াল আলোচনা সভা

অভিবাসীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ March ২০২১ ০১:৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ March ২০২১ ০১:৩৩

নিজস্ব প্রতিবেদক

 

মানবপাচার বন্ধ করতে হলে প্রতিটি ভিসার বিপরীতে বিদেশে অভিবাসীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) ‘মালয়েশিয়ায় নতুন করে বৈধতা ও ছুটিতে থাকা প্রবাসীদের বাস্তবতা" শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায়  এ দাবি তোলা হয় । বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া এটির আয়োজন করে। 

এতে অভিবাসীদের দালালদের প্রতারণা থেকে সুরক্ষায় নিবন্ধিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এবং বৈধ কোম্পানিতে শ্রম অভিবাসন নিশ্চিততের দাবি জানিয়ে আলোচকরা বলেন, যাতে করে প্রত্যেক অভিবাসী শ্রমিক বিদেশের মাটিতে প্রতিশ্রুত চাকরি বেতন এবং আবাসন ও বিমা সুবিধা পায়।

তাদের দাবি অনুযায়ী নিয়োগকারী কোম্পানি কোনো অভিবাসী শ্রমিকের অধিকার লঙ্ঘন করলে সংশ্লিষ্ট আইনের আওতায় প্রতিকার নিশ্চিত করতে হবে।

আলোচকরা বলেন, মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার যে সুযোগ দিয়েছে এই প্রক্রিয়া খুবই সহজ। সরাসরি ইমিগ্রেশনের তত্বাবধানে। কারণ গত বৈধকরণ প্রক্রিয়ায় তিনটি ভেন্ডরকে দায়িত্ব দেওয়ায় বিদেশি কর্মীরা প্রতারিত হয়েছে।

এবার কোনো ভেন্ডর নেই। তাই প্রতারিত হওয়ার সম্ভাবনা কম। যদি কোনো ধরনের সন্দেহ বা সমস্যা হয় সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নিতে প্রবাসীদের আহবান জানানো হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ায় গত বছরের মার্চ মাস থেকেই করোনা ভাইরাস শনাক্ত হলে সাথে সাথে তা নিয়ন্ত্রণে লকডাউনসহ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সরকার। তারই ধারাবাহিকতায় অনেকেই ছুটিতে গিয়ে আর ফিরে আসতে পারেননি কর্মস্থলে।

অন্য দিকে ছুটিতে থাকা প্রবাসীরা জানেন না কবে তারা কর্মস্থলে আসতে পারবেন। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার দেশটিতে প্রবেশ করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে দুদেশের সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।

শহীদুল/



আপনার মূল্যবান মতামত দিন: