odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

সিরাজদিখানে পুলিশের অভিযানে ৩ গাছ চোর গ্রেফতার 

ahsanul islam | প্রকাশিত: ২৩ March ২০২১ ২১:১৮

ahsanul islam
প্রকাশিত: ২৩ March ২০২১ ২১:১৮

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৩ জন গাছ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার ২২ শে মার্চ দিবাগত-রাত ২টায় এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স  উপজেলার বাসাইল ইউনিয়নের  পলাশপুর গ্রামের আশ্রয়কেন্দে অভিযান চালিয়ে ৩ গাছ চোরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত তাইজুল ইসলাম তাজু (৩২) কুমিল্লা জেলার হোমনা উপজেলার নিলক্ষী গ্রামের মোবারক হোসেনের ছেলে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামের মৃত দবিরউদ্দিনের ছেলে মো: শফিকুল ইসলাম (৩২) মো: আইয়ুব (২২) এরা ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের ফেরীঘাট এলাকার লাল চাঁন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। এ-সময় তাদের কাছ থেকে  চুরির ব্যবহারিত দুইটি গাছ কাটার কড়াত দুইটি কুড়াল লায়লনের রশি উদ্ধার করেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জালালউদ্দিন জানান, গত ১৩ জানুয়ারী ২০২১ইং তারিখে প্রর্বতনা হাউজিং সোসাইটির ১১ টি আকাশি গাছ চুরির একটি মামলা হয়। আমরা অনেক পর্যবেক্ষন করে সিসিটিভির ফুটেজ দেখে চোরা গাছ বহন করা ট্রাককে সনাক্ত করে কুমিল্লা থেকে ট্রাকচালক কে গ্রেফতার করি। তাহার দেওয়া শীকারোক্তি জবানবন্দির ভিত্তিতে আমরা আরো দুই চোরকে গ্রেফতার করি। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আরো যারা জরিত তাদেরও দ্রুত গ্রেফতার করবো। 

উল্লেখ্য গত ১৩ জানুয়ারী উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর প্রর্বতনা হাউজিং সোসাইটির  ১১ টি আকাশী গাছ চুরি হলে হাউজিং সোসাইটির কেয়ারটেকার মো: নুরুমিয়া (৭৫) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। 



আপনার মূল্যবান মতামত দিন: