odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

সাভারে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকার হেরোইনসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ৪

Biplob | প্রকাশিত: ৩ April ২০২১ ০০:০৩

Biplob
প্রকাশিত: ৩ April ২০২১ ০০:০৩

বিপ্লব,সাভারঃ সাভারে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকার হেরোইনসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।

শুক্রবার ভোর রাতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব ৪। র‌্যাব ৪ বলছে,ভোর রাতে সাভারের আমিনবাজার এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী নবাব ও নাহিদ ইসলাম হেরোইন বিক্রি করছে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালায় র‌্যাব ৪। এসময় র‌্যাব মাদক ব্যবসায়ী নবাব ও নাহিদ হোসেনকে ৯০ লাশ টাকা মুল্যের ৮৮০ গ্রাম হেরোইন ্উদ্ধার করা হয় ও একটি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব আরও বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে ট্রাকে পচনশীল পণ্য পেয়াজ পরিবহনের আড়ালে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

এবিষয়ে র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সকালে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: