odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

বাগেরহাটে নৌবাহিনীর বাসের ধাক্কায় নিহত -১ 

Biplob | প্রকাশিত: ৪ April ২০২১ ১৪:৫৬

Biplob
প্রকাশিত: ৪ April ২০২১ ১৪:৫৬

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটের লখপুর আল - আরাফাত পাম্প সংলগ্ন নৌবাহিনীর বাসের ধাক্কায় মটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

এদূর্ঘনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। পরে স্থানীয়রা গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করেন। নিহত ব্যক্তি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃতঃ আবু সরদারের ছেলে খোকা জামসেদ (৬৫)। এবং গুরুতর আহত ব্যক্তি সাতক্ষীরা সদর উপজেলার পদ্নশাখড়া এলাকার আঃ আজিজের ছেলে শহিদুল (৪৫)।

জানা যায় নিহত খোকা জামসেদ ও গুরুতর আহত ব্যক্তি শহিদুল সাতক্ষীরা থেকে ফকিরহাটের ফলতিতা বটতলায় মাছের রেণু বিক্রি করতে আসেন। রেণু বিক্রি করে ফেরার পথে ফকিরহাট উপজেলার লখপুর আল-আরাফাত পাম্পের ১০০ গজ সামনে পৌছালে ঢাকা থেকে খুলনাগামী বাংলাদেশ নৌবাহিনীর (বিএন ০৬-১১০) নাম্বার প্লেটের একটি বাস পিছন থেকে মটর সাইকেল ( সাতক্ষীরা হ- ১৪০৯৬৩) সজোরে ধাক্কা দিলে দুই আরোহী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক খোকা জামসেদ নিহত হন।

এঘটনায় কাটাখালী হাইওয়ে থানা পুলিশ নৌবাহিনীর বাসটিকে আটক করতে সহ্মম হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন।

এ রিপোর্ট লেখা অবদি পরিবারের কেউ আসেনি এবং কোনো মামলা দায়ের করা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: