odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত অন্তত ৩

Biplob | প্রকাশিত: ১৩ April ২০২১ ১৬:৩২

Biplob
প্রকাশিত: ১৩ April ২০২১ ১৬:৩২

বিপ্লব,সাভারঃসাভারে সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও অন্তত তিনজন।

সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায় ,সকালে একটি যাত্রীবাহী প্রাইভেটকার সাভার থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে প্রাইভেটকারটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় পৌছলে সামনে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমরে মুচরে যায়। এসময় প্রাইভেটকারের চালক জামাল খাঁন (৩৫) ও যাত্রী পুতুল বেগমন (২৮) ঘটনাস্থলেই নিহত হয়।

এছাড়া গুরুতর আহত তিনজনকে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে।

এছাড়া দূর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: