odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

রাণীশংকৈলে কোচ কাউন্টার খোলার অপরাধে জরিমানা

Biplob | প্রকাশিত: ৮ May ২০২১ ০৪:১৫

Biplob
প্রকাশিত: ৮ May ২০২১ ০৪:১৫

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৭ মে শুক্রবার রাত ৯ টায় পৌরশহরে বাবলু কোচ কাউন্টার খোলা রেখে টিকিট বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা। এ সময় ভূমি অফিসের অফিস সহকারি ও মোবাইল কোর্টের পেশকার সোহেব আলী ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বর্তমান করোনা পরিস্থিতি রোধ কল্পে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আন্তজেলা গণ পরিবহন যাতায়াত বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞাকে অমান্য করে রাণীশংকৈল পৌর শহরের বাবলু কোচ টিকিট কাউন্টার খোলা রেখে ঢাকা পাঠানোর জন্য টিকিট বিক্রি করার সময় হাতে নাতে ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

পরে ভ্রাম্যমান আদালতে বাবলু কাউন্টারের ম্যানাজার ভান্ডার গ্রামের আঃ কাদেরের ছেলে শাহাদাত (৪০) কে দন্ডবিধি ১৮৬০ এর সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক ৮ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বলেন, বর্তমান লকডাউন পরিস্থিতিতে সরকারিভাবে পরিবহন চলাচল নিষেধাজ্ঞা অমান্য করে এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ও করোনা সংক্রমণ বৃদ্ধির তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদেরকে ঢাকা পাঠানোর উদ্দেশে টিকিট বিক্রির অপরাধে উল্লেখিত আইনে এ জরিমানা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: