odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ধামরাইয়ে সাংবাদিকদের মানববন্ধন

Biplob | প্রকাশিত: ১৯ May ২০২১ ২০:১৫

Biplob
প্রকাশিত: ১৯ May ২০২১ ২০:১৫

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ধামরাইয়ে সাংবাদিকদের মানববন্ধন

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা)থেকে ঃ-রাষ্ট্রীয় গোপনীয় নথি চুরির অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।বুধবার বেলা ১১টায় ঘণ্টাব্যাপী ধামরাই প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা রোজিনার মুক্তি ও তার নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন করা হয়।
এসব সমা‌বে‌শে সাংবাদিকরা প্রথম আলোর সি‌নিয়র রিপোর্টার রো‌জিনা ইসলামের দ্রুত মু‌ক্তির দাবি জানান। তারা ব‌লেন, ঘটনাটি খুবই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। একজন ‌পেশাদার সি‌নিয়র সাংবা‌দিক‌কে স‌চিবাল‌য়ে আট‌কে রেখে হেনস্তা, মামলা দি‌য়ে হয়রা‌নির ঘটনা আমাদের সাংবাদিকতার ওপর বড় আঘাত। অনুসন্ধানী ও দুর্নী‌তিবিরোধী সাংবা‌দিকতাকে বাঁধাগ্রস্ত করাই এস‌বের উদ্দেশ্য।
উল্লেখ্য, সোমবার (১৭ মে) দুপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে প্রায় ছয়ঘণ্টা আটকে রাখা হয় অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে।এ সময় তাকে হেনস্তাসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। কেড়ে নেওয়া হয় তার মোবাইল ফোন।ঘটনার সময়ের বিভিন্ন ভিডিও ও স্থির চিত্রে রোজিনার গলা চেপে ধরে তাকে হেনস্তা করতে দেখা যায় অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমকে। হেনস্তার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লেও তাকে হাসপাতালে নেওয়া হয়নি। উল্টো তার বিরুদ্ধে সরকারি নথি চুরির অভিযোগে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবি করেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক ও দেশের বিভিন্ন মহল।



আপনার মূল্যবান মতামত দিন: