odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

হাতিয়ায় এক ব্যবসায়ীকে ডাকাতের হাত থেকে উদ্ধার করে কোস্ট গার্ড।

Biplob | প্রকাশিত: ২২ May ২০২১ ০৪:৪৮

Biplob
প্রকাশিত: ২২ May ২০২১ ০৪:৪৮

মোঃএনায়েত হোসেন,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলার ঢাল চর থেকে মোঃ হারুন সিকদার (৫০) নামের এক ব্যবসায়ীকে আজ বৃহস্পতিবার সকালে ডাকাতের হাত থেকে উদ্ধার করে কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হাতিয়ার ঢাল চর এলাকায় ১টি সশস্ত্র ডাকাত দলের টিম প্রায় সময় চরে অবস্থান করতো। এবং স্থানীয় লোকজন থেকে চাঁদাবাজি করে টাকা পয়সা আত্মসাৎ করে আসছে দীর্ঘ দিন ধরে। এছাড়া বড় বড় ব্যবসায়ীদের কে নিয়ে ঢাল চরে এনে নির্যাতন করে এবং মোটা অংকের টাকা আদায় করার প্রস্তাব দেয়। এ পর্যায় ব্যবসায়ীরা প্রাণে হত্যার ভয়ে টাকা দিয়ে জীবন বাঁচিয়ে চলে আসে। উক্ত তথ্যের ভিত্তিতে বিসিজি স্টেশন হাতিয়া থেকে লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়ার নেতৃত্বে কোস্ট গার্ডের একটি টিম ঢাল চরে অভিযান চালিয়ে ব্যবসায়ী মোঃ হারুন সিকদারকে উদ্ধার করে।

কোস্ট গার্ড কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া জানান,আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আজ বৃহস্পতিবার সকালে ঢাল চরে ১ টি বিশেষ টিম অভিযান চালায় এতে ঢাল চরে থাকা ডাকাত দলের টিম সদস্যরা পালিয়ে যায়।

ঘটনাস্থল হতে আনুমানিক সকাল ৮ টায় ডাকাতের হাতে অপহৃত ১ জন ব্যবসায়ী মোঃ হারুন সিকদার (৫০) কে উদ্ধার করা হয়। উক্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় একনালা পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়া চলমান থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: