odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

সিরাজদিখানে দীর্ঘদিনের টেঁটা যুদ্ধ নিরসনে পুলিশের উদ্যোগে আলোচনা সভা ।

ahsanul islam | প্রকাশিত: ২৪ May ২০২১ ০৪:১১

ahsanul islam
প্রকাশিত: ২৪ May ২০২১ ০৪:১১

স্টাফ রিপোর্টার :

শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি "পুলিশই জনতা, জনতাই পুলিশ " এই শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক, সন্ত্রাস ,জঙ্গীবাদ ও চরাঅঞ্চলের কয়েক গ্রামে বিদ্যমান টেঁটা যুদ্ধ নিরসনে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সিরাজদিখান থানার পুলিশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ মে বিকালে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে ৭নং বিট পুলিশিং এর আয়োজনে সিরাজদিখান থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় এলাকার সর্ব সাধারনের সাথে এই শান্তি আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন তার বক্তব্যে বলেন, ফেরাউনের অনেক ক্ষমতা ছিল সেও টিকতে পারে নাই ধ্বংস হয়ে গেছে। এখনো সময় আছে আপনিও টেঁটা বল্লোম ছেড়ে ঠিক হয়ে যান। তা না হলে আপনার পরিনতি ফেরাউনের মতই হবে। এ-সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সিরাজদিখান সার্কেল ) রাজিবুল ইসলাম, প্রবি শিহাব করিম, পুলিশ পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম, সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুল সালাম সরকার, বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবু বকর সিদ্দিক, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ, বালুচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আমিনউদ্দিন চৌধুরী, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল প্রমুখ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষক, ইমাম ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার এলাকার নারী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ সর্ব সাধারণ।



আপনার মূল্যবান মতামত দিন: