odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

হাতিয়ায় ধান ক্ষেতে মিললো কিশোরীর লাশ, সৎ মা আটক

Biplob | প্রকাশিত: ২৬ May ২০২১ ০৪:১৭

Biplob
প্রকাশিত: ২৬ May ২০২১ ০৪:১৭

মোঃএনায়েত হোসেন,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নে এক কিশোরীর (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার বয়ারচর এলাকার আদর্শগ্রাম স্কুলের পেছনে ধান ক্ষেতে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরী (১২) হরনী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের মেয়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ধান ক্ষেতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।নিহত ওই কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। তিনি গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে কিশোরীকে সোমবার রাতে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের সৎ মা খালেদা আক্তারকে (৩৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে।

যেহেতু এখন ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদী উত্তাল তাই লাশটি মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: