odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

কাশিমপুর কারাগারে ১ হাজতির আত্মহত্যা

Biplob | প্রকাশিত: ৫ June ২০২১ ১৯:০৩

Biplob
প্রকাশিত: ৫ June ২০২১ ১৯:০৩

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি এক হাজতি আত্মহত্যা করেছে।

শুক্রবার (৪ জুন) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর হাসপাতালের বাথরুমের ভেতরে ঘটনাটি ঘটে।

নিহতের নাম জাবেদ হাসান সুজন (৪০)। তিনি ঢাকার হাজারীবাগ থানার ৬৭ নং হাজারীবাগ রোড এলাকার জাকির হোসেনের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর (অতিরিক্ত দায়িত্ব) সিনিয়র জেল সুপার মোঃ গিয়াস উদ্দিন জানান, হাজারীবাগ থানায় হত্যা মামলায় এ কারাগারে বন্দি ছিল জাবেদ হাসান সুজন।

তিনি মানসিক রোগী থাকায় কারা হাসপাতালে ভর্তি ছিল। বেলা ১১ টার দিকে কারা হাসপাতালে বাথরুমের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জাবেদ হাসান সুজনকে মৃত ঘোষণা করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: