odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

কুষ্টিয়া হত্যাকাণ্ড, বেরিয়ে এলো মূল ঘটনা

Biplob | প্রকাশিত: ১৪ June ২০২১ ০১:৩১

Biplob
প্রকাশিত: ১৪ June ২০২১ ০১:৩১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় নারী ও শিশুসহ তিনজনের হত্যাকাণ্ডের মূল রহস্য বেরিয়ে এসেছে। সাবেক স্বামীর সঙ্গে পরকীয়া করায় স্ত্রী, তার সাবেক স্বামী ও সন্তানকে হত্যা করেছেন এএসআই সৌমেন রায়।

কুষ্টিয়ার চাপড়া কারিকপাড়ার শাকিলের সঙ্গে বিয়ে হয়েছিল আসমার। তাদের ঘরে জন্ম নেয় সন্তান রবিন। পরবর্তীতে শাকিলের পুলিশ বন্ধু সৌমেনের সঙ্গে সখ্য গড়ে ওঠে আসমার। একপর্যায়ে শাকিলকে তালাক দিয়ে সৌমেনকে বিয়ে করেন আসমা।

সম্প্রতি আসমা সাবেক স্বামী শাকিলের সঙ্গে পরকীয়ায় জড়ান। বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন সৌমেন। এরই জেরে রোববার (১৩ জুন) সকালে শহরের কাস্টমস মোড়ে তিনজনকে মাথায় গুলি করে হত্যা করেন তিনি।

ঘটনার কিছুক্ষণ পর অস্ত্রসহ ঘাতক সৌমেনকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান বলেন, ‘আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে বলা যাবে কেন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন: