odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

সাভারে অভিযান চালিয়ে ১১৪৭ পিচ ইয়াবাসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৪।

Biplob | প্রকাশিত: ১ July ২০২১ ০১:২১

Biplob
প্রকাশিত: ১ July ২০২১ ০১:২১

বিপ্লব,সাভারঃ সাভারে অভিযান চালিয়ে ১১৪৭ পিচ ইয়াবাসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৪।

দুপুরে তাদেরকে আটকের বিষয়টি নিশিচত করেছেন র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।

র‌্যাব ৪ জানায়,রাতে সাভারের আনন্দপুর এলাকায় একদল মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করেন।

এসময় ১১৪৭ পিচ ইয়াবা,দুই ক্যান বিয়ার ও মাদক বিক্রির ১৭,২৪ টাকাসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলো ।

বিপ্লব হোসেন (৩৮),জহির ইসলাম (৩৮),রোকেয়া (৩৬),সানোয়ার হোসেন (৩৬), ওমর সরদার (৩০), মহি আক্তার (২৩),আরিফুর রহমান (৫২),রাকিব হাসান (১৮),। পরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করেন র‌্যাব ৪।



আপনার মূল্যবান মতামত দিন: