odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

সাভারে আশুলিয়ার গুমাইল এলাকার অস্ত্র তৈরির কারখানার সন্ধান

Biplob | প্রকাশিত: ৫ July ২০২১ ২১:০৩

Biplob
প্রকাশিত: ৫ July ২০২১ ২১:০৩

সাভার প্রতিনিধিঃ সাভারে আশুলিয়ার গুমাইল এলাকার অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে আশুলিয়া থানা পুলিশ ।

এখানে রাতব্যাপী অভিযান চালিয়ে অস্ত্র তৈরির দুই কারিগরসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গভীর রাত পর্যন্ত এই অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ আটক করা হয়। আটক ব্যক্তিরা হল- রাজু ও রনজু । তারা দুজনই অস্ত্র তৈরির কারিগর।

আশুলিয়া থানার ( ওসি ) তদন্ত জিয়াউল হক জানান, রাত সাড়ে ১২টায় ওই এলাকায় কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করে । খবর পেয়ে আশুলিয়া পুলিশ দল অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে দুজনকে আটক করা হয়। পরে তাদের অবস্থান নেয়া একটি ঘর থেকে তাদের তৈরি বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে বিএনপি নেতা দেলোয়ার হোসেনের কাছে নিয়মিত সরবরাহ করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান আটকরা। তারা দীর্ঘদিন ধরে এ অস্ত্র তৈরি এ কাজ চালিয়ে আসছে বলে জানান আশুলিয়া থানার এসআই ইউনুস মিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, সাবেক বিএনপি নেতা দেলোয়ার সরকার এলাকার একজন চিহ্নিত ভুমিদস্যু । তার বিরুদ্ধে একাধিক জমি দখল ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে । বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যই সে বিপুল পরিমান দেশিয় অস্ত্র তৈরি করতে দিয়েছিল। ধন্যবাদ জানাই আশুলিয়া থানা পুলিশকে , কোন ধরনের নাশকতা সৃষ্টির আগেই অস্ত্রগুলো উদ্ধার করার জন্য । অতি সত্তর ভূমিদস্যু দেলোয়রকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার দাবী জানান এলাকাবাসী ।

এঘটনায় রাতে আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: