odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

যৌন নিপীড়কের সঙ্গে সময় কাটানো ভুল ছিল

Biplob | প্রকাশিত: ৬ August ২০২১ ২৩:২০

Biplob
প্রকাশিত: ৬ August ২০২১ ২৩:২০

সম্প্রতি সিএনএনের অ্যান্ড্রাসন কুপারের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করার লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য এপস্টাইনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে জানিয়েছেন বিল গেটস।

তার মতে, এপস্টাইনের সঙ্গে বেশ কয়েকবার নৈশভোজে অংশ নিয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য তার কাছ থেকে তহবিল সংগ্রহ করাই ছিল তার লক্ষ্য। তবে এ ব্যাপারে এপস্টাইন আগ্রহ না দেখানোয় তাদের সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায়।

নারী পাচার, বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে যৌন নির্যাতন ও নারীঘটিত অন্যান্য একাধিক মামলায় অভিযুক্ত ৬৬ বছরের মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টাইন ২০১৯ সালের জুলাইয়ে গ্রেফতার হন। ওই বছরেরই আগস্টে নিউইয়র্ক কারাগারের একটি সেলে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। পরে পুলিশের তদন্তে জেফ্রি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রমাণ মেলে।



আপনার মূল্যবান মতামত দিন: