odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় এনজিও কর্মী নিহত

Biplob | প্রকাশিত: ১৩ August ২০২১ ১৫:২৩

Biplob
প্রকাশিত: ১৩ August ২০২১ ১৫:২৩

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজার এলাকায় বুধবার রাতে এক সড়ক দূর্ঘটনায় বিথি খাতুন (৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে ।নিহত বিথি খাতুন মাগুরার সদর উপজেলার মির্জাপুর গ্রামের আবুল বাসারের কন্যা।

নিহতের পিতা আবুল বাসার জানান,তাঁর কন্যা বিথি খাতুন প্রায় দেড় বছর ধরে আর আর এফ এনজিও’র শ্রীপুরের নাকোল শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিল। অফিসের কাজ শেষ করে বুধবার রাতে সহকর্মীর মোটরসাইকেল যোগে নাকোল থেকে মাগুরায় আসছিল ।

পথিমধ্যে ওই বাজারের একটু দূরে গেলেই ভ্যানগাড়ীর ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মারাত্বক আহত হয় । আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ এনামুল কবীর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তবে ঢাকার নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে ।

এবিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন বলেন,দূর্ঘটনাজনিত কারণে এনজিও কর্মী বিথি খাতুনের মৃত্যুতে থানাতে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে ।



আপনার মূল্যবান মতামত দিন: