odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন জাবির সাবেক শিক্ষার্থী

Biplob | প্রকাশিত: ২২ August ২০২১ ০২:১৭

Biplob
প্রকাশিত: ২২ August ২০২১ ০২:১৭

স্টাফ রিপোর্টারঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী তাবাসসুম শাহীরাহ্ আকলিমা।

তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সম্প্রতি তার বিয়ে হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের মিফতাহুল ইসলামের সঙ্গে। তাদের ঘর আলোকিত করে একটি ছেলে সন্তান হয়েছে। যে সন্তানের বয়স মাত্র দেড় মাস। এই ছোট্ট শিশুকে রেখে মা আকলিমা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন।

শনিবার (২১ আগষ্ট) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকলিমা। হাসপাতালটির ডিউটি অফিসার বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় আকলিমাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা নাজুক হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। আজ সকালে তিনি মারা যান।

আকলিমার স্বামী মিফতাহুল ইসলামও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আকলিমার গ্রাামের বাড়ি কুমিল্লার বাটাকান্দি।



আপনার মূল্যবান মতামত দিন: