odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

শ্রীনগরে ইউপি নির্বাচনে নৌকার ভরা ডুবি, নৌকা ৫, বিদ্রোহী ৮ , স্বতন্ত্র ১ ।

ahsanul islam | প্রকাশিত: ১২ November ২০২১ ০৯:১৮

ahsanul islam
প্রকাশিত: ১২ November ২০২১ ০৯:১৮

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের শ্রীনগরের ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশের মধ্য দিয়ে ব্যাপক পরিমাণ ভোটারের উপস্থিতিতে ১৩ টি ইউনিয়নে ব্যালটপেপার ও ১ টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১৪ টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৫টি ইউনিয়নে বিজয়ী হয়েছেন। ৮টি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী এবং ১টি ইউনিয়নে স্বতন্ত্র ১ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে

উপজেলা নির্বাচন অফিস সূত্রে পাওয়া তথ্যে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যারা- রাঢ়িখাল ইউনিয়নে বারেক খান (নৌকা),  ভাগ্যকূল ইউনিয়নে শাহাদাত কাজী (নৌকা) , শ্রীনগর ইউনিয়নে তাজুল ইসলাম (স্বতন্ত্র আনারস),  ষোলঘর ইউনিয়নে আজিজুল ইসলাম ( নৌকা), তন্তর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র আলী আকবর (আনারস), আটপারা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র ফজলুল রহমান ( চশমা), পাটাভোগ ইউনিয়নে - মুন খান(নৌকা), বীরতারা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র জিল্লুর রহমান (আনারস), শ্যামসিদ্ধি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র জি এস নাজির (আনারস), হাসাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র সোলাইমান (আনারস), বাঘড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র তানজিল (টেলিফোন), কোলাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র রফিকুল ইসলাম বাবু(আনারস), কুকুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র বাবুল হোসেন বাবু ( আনারস),  বাড়ৈখালি ইউনিয়নে ফারুক হোসেন ( নৌকা)।



আপনার মূল্যবান মতামত দিন: