ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বাউবিতে এসএসসি পরীক্ষা ২৬ নভেম্বর শুরু

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১ ০৭:২৮

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১ ০৭:২৮

 

sharethis sharing button

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২১ :বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে।
আজ মঙ্গলবার বাউবি’র ওয়েবসাইটে যুক্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই পরীক্ষা কার্যক্রম চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল ও বিকেলে তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।  
সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ৩০৩ টি কেন্দ্রে এবছর প্রায় ৮৩ হাজার  ১৩৪ জন পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৫২ হাজার ৫২৬ জন ছাত্র ও ৩০ হাজার ৬০৮ জন ছাত্রী রয়েছে।
চলতি বছরে শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ে  এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য আবশ্যিক বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়



আপনার মূল্যবান মতামত দিন: