odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব দু’দিনের সফরে

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ৮ December ২০২১ ০১:১৪

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ৮ December ২০২১ ০১:১৪

 

sharethis sharing button
 

 

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২১ : ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দু’দিনের সরকারি সফরে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। 
বাংলাদেশ ও ভারতের মৈত্রী দিবস উদযাপনের একদিন পর তিনি ঢাকা এলেন। 
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। 
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্র জানিয়েছে, শ্রিংলা আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন। 
আরতের পররাষ্ট্র সচিব আজ পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে সাক্ষাত করবেন। 
এ ছাড়া ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিবের এই সফর দু’দেশের মধ্যকার ব্যাপক সহযোগিতা পর্যালোচনার সুযোগ তৈরি করবে। 
মন্ত্রণালয় আরো জানায়, ভারতের রাষ্ট্রপতি শ্রী রাম নাথ কোবিন্দ আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন। শ্রিংলার সফর এই প্রস্তুতির জন্যেও সহায়ক হবে।



আপনার মূল্যবান মতামত দিন: