odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

স্বল্প সময়ে রাজাকারের তালিকা প্রণয়ন করা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৯ December ২০২১ ০৪:১৩

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৯ December ২০২১ ০৪:১৩

 

sharethis sharing button

বরগুনা, ১৮ ডিসেম্বর, ২০২১ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বল্প সময়ে রাজাকারের তালিকা প্রণয়ন করা হবে।
তিনি আজ শনিবার বরগুনা সার্কিট হাউজ মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
বরগুনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংরক্ষিত নারী সংসদ সদস্য সুলতানা নাদিরা প্রমুখ।
মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন,‘আমরা জনগণের কাছে অনুরোধ করবো আগামীতে জনপ্রতিনিধি নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সতর্ক থাকবেন।’
মন্ত্রী বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল আইডি কার্ড প্রদান করা হবে। এছাড়া মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করবে সরকার।
পরে ১শ’জনের মধ্যে চিকিৎসা সহায়তার অনুদানের চেক বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 
এছাড়া শতাধিক দরিদ্র শিক্ষার্থী ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: