odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

তিতুমীর কলেজে ছাত্রীনিবাসে পানি নিয়ে ভোগান্তি 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ April ২০২২ ০৫:২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ April ২০২২ ০৫:২৭

দীর্ঘদিন ধরে রাজধানীর তিতুমীর কলেজে চলছে পানির সংকট। এতে চরম দুর্ভোগে দিন পার করছেন কলেজের সুফিয়া কামাল ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা। পানির সংকট মেটাতে প্রতিদিনই কলেজে আসে ওয়াসার গাড়ি। এতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শুধু খাবার পানি সংগ্রহ করতে হয়। তাই পানি সংকটের ভোগান্তি কোনভাবেই যাচ্ছে না তাদের।

কলেজের শিক্ষার্থীরা জানান, প্রতিদিন দুই থেকে তিন ঘন্টার জন্য কলেজের ট্যাপে পানি আসে। তবে এই পানি বেশি সময় ব্যবহার করার আগেই শেষ হয় যায়।

এছাড়া ওয়াসার গাড়িতে শুধু খাবার পানি আসায় তা পর্যাপ্ত নয়। ফলে অনেকদিন ধরেই গরমের মৌসুমে পানির তীব্র সংকটে পড়ছেন তারা। হলের দায়িত্বরত শিক্ষককে জানানোর পরেও পানির সংকট দূর হচ্ছে না বলেও জানান তারা।

সুফিয়া কামাল ছাত্রীনিবাসে বসবাসরত কলেজের ৩য় বর্ষের এক শিক্ষার্থী বলেন, অনেক দিন ধরে এই পানির সমস্যা চলছে। কখনও সারাদিন পানি থাকে না৷ রাতে পানি আসে। আবার কখনো রাতে থাকে না দিনের একটু আসে। আমরা পানি সংগ্রহ করে রাখি। কিন্তু সেটা দিয়েও হয় না। খুব সমস্যা হচ্ছে।

ছাত্রীনিবাসের আরেক শিক্ষার্থী বলেন, ৭-৮ দিন ধরে পানির কষ্টে আছি। নতুন মোটর দেওয়ার পরেও কেন পানির সংকট। ওয়াসা থেকে গাড়ি এসে পানি দিচ্ছে। লাইনে করে আমরা খাবার পানি নিচ্ছি। কিন্তু শুধু খাবার পানিতেই তো সব হয় না।

মার্জিয়া আফরোজ মিলি নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের হলে নানা সমস্যা। সেগুলো কোনভাবে ব্যবস্থা করে চলি। কিন্তু পানির সমস্যা দেখা দেওয়ায় তা আমাদের জন্য খুবই যন্ত্রণাদায়ক হয়েছে। কোন পানি থাকে, কখন চলে যায় তা আমরা জানি না। ওয়াসার গাড়ি যে পানি দেয় তাও যথেষ্ট নয়। অনেকদিন ধরেই এই সমস্যার মধ্যে আছি।

শাহনাজ আক্তান নামে আরেক শিক্ষার্থী বলেন, সামনে রমজান মাস। এমন সময়েও আমাদের পানির সমস্যায় ভুগতে হবে ভাবতেই কষ্ট লাগে। রমজানে ইফতার সেহরীতে আমরা অন্তত পানি সমস্যায় যেন না ভুগি সেই চিন্তা মাথায় রেখে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি একজন নারী, আমাদের মায়ের মত। আমরা আশাকরি তিনি আমাদের দুঃখ বুঝবেন। 

সুফিয়া কামাল ছাত্রীনিবাসের দায়িত্বরত শিক্ষিক ও কলেজের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদা ইয়াসমিন বলেন, ওয়াসা থেকে একটি লাইনে কলেজের পানি আসে আরেকটিতে মেয়েদের হলে। যখন কলেজে পানি দেওয়া হয় তখন হলের লাইন বন্ধ থাকে। আর যখন হলে পানি দেওয়া হয় তখন কলেজের লাইন বন্ধ থাকে। এই জন্য পানির সংকট তৈরি হয়েছে।

এ ব্যাপারে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, ছাত্রীদের হলে পানির সমস্যা সমাধানে আমরা নিয়মিত পানি কিনে দিচ্ছি। তাছাড়া এই সমস্যা স্থায়ী সমাধানের জন্য খুব শিগ্রই ডিপ টিউবওয়েল বসানো হবে। তাহলে আর পানির সংকট তৈরি হবে না।



আপনার মূল্যবান মতামত দিন: