odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

টিকা দিতে এসে সড়কে প্রাণ হারালেন বৃদ্ধ

গাজীপুর প্রতিনিধি | প্রকাশিত: ৬ April ২০২২ ২২:৫৬

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬ April ২০২২ ২২:৫৬


ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে টিকা দিতে এসে সড়ক দুর্ঘটনায় রমেশ পাল (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে শ্রীফলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রমেশ পাল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কুড়িপাড়া গ্রামের চন্দ্র মহল পালের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্সিভ সূত্রে জানা গেছে, রমেশ পাল সকালে তার নিজ বাড়ি কুড়িপাড়া থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুস্টার টিকা দিতে রওনা দেন। উপজেলার শ্রীফলতলী এলাকায় পৌঁছলে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওই বৃদ্ধ সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে কালিয়াকৈর থানা পুলিশের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।

কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: