odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 15th January 2026, ১৫th January ২০২৬

প্রেমিকার বাড়ির উঠানে বিষপানে প্রেমিকের  মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক  | প্রকাশিত: ১০ April ২০২২ ০০:০৮

 নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১০ April ২০২২ ০০:০৮

বরগুনার পাথরঘাটায় প্রেমিকার সঙ্গে মনোমালিন্য করে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (০৮ এপ্রিল) রাতে উপজেলার পদ্মা গ্রামে প্রেমিকার বাড়ির উঠানে বিষপান করেন ওই যুবক। 

যুবক বিপ্লব চন্দ্র (৩৫) বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের ধোলাইকান্দি গ্রামের চন্দ্র কান্তের ছেলে। 

জানা যায়, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিপ্লবের। পরে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুক্রবার রাতে বিপ্লব প্রেমিকার বাড়িতে যায় এবং তাদের উঠানেই বিষপান করেন। পরে স্থানীয়রা বিপ্লবকে অচেতন অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ সুরতহাল শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 



আপনার মূল্যবান মতামত দিন: