odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 27th December 2025, ২৭th December ২০২৫

বাংলাদেশকে ২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

| প্রকাশিত: ১৯ April ২০২২ ০৬:২৩


প্রকাশিত: ১৯ April ২০২২ ০৬:২৩


করোনা-পরবর্তী পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশকে ২৫ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার কোটি টাকার বেশি। বিশ্বব্যাংকের এ ঋণ সহায়তা করোনা থেকে উত্তরণের জন্য নেওয়া যেকোনও খাতে ব্যয় করতে পারবে বাংলাদেশ।

সোমবার (১৮ এপ্রিল) বিশ্বব্যাংক ঢাকা অফিস এ তথ্য জানিয়েছে। 

বিশ্বব্যাংক জানিয়েছে, এই ঋণ পরিশোধে বাংলাদেশ ৩০ বছর সময় পাবে। এই ঋণের সুদের হার হবে ১ দশমিক ২৫ শতাংশ, সঙ্গে সার্ভিস চার্জ থাকবে শূন্য দশমিক ৭৫ শতাংশ। ঋণ পরিশোধের ক্ষেত্রে পাঁচ বছর গ্রেস পিরিয়ড সুবিধা পাবে বাংলাদেশ। এ সময় ঋণের কোনও কিস্তি শোধ করতে হবে না। বাকি ২৫ বছরের মধ্যে ঋণ শোধ করতে হবে।

এ বিষয়ে সোমবার (১৮ এপ্রিল) সংস্থাটির সঙ্গে একটি ঋণচুক্তি সই করেছে সরকার। 

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আনিস চুক্তিতে স্বাক্ষর করেন। ইআরডিতে এ চুক্তি স্বাক্ষর হয়।



আপনার মূল্যবান মতামত দিন: