ঢাকা | বৃহঃস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রেমে প্রতারণা ঠেকাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ মে ২০২২ ০৬:৩৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২২ ০৬:৩৬

প্রেমের সম্পর্কে প্রতারণা ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মিছিল নিয়ে বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাস ঘুরে অ্যাকাডেমিক ভবনের সামনে সমাবেশ করেছেন তারা।

ওই শিক্ষার্থীদের হাতে দেখা গেছে একটি ব্যানার, যার ওপর লেখা, ‘প্রেম করে প্রতারণা, চলবে না চলবে না’। ব্যানারজুড়ে লেখা, ‘শিক্ষার্থীদের আত্মহত্যাপ্রবণতা রোধ, প্রতারণার হাত থেকে রক্ষা এবং মানসিক স্বাস্থ্যের ওপর নজর দিয়ে আইন প্রণয়ন প্রসঙ্গে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।’

সমাবেশে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র র‌বিউল মাসুদ বলেন, ‘বর্তমান সময়ে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোয় একের পর এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটছে। বেশির ভাগ ক্ষেত্রেই এর পেছনে প্রেমের সম্পর্কে প্রতারণা প্রধান কারণ হিসেবে সামনে আসে। এ ছাড়া সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন অনেক শিক্ষার্থী।’

সমাবেশে অংশ নেয়া অন্য শিক্ষার্থীদের পক্ষে তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আন্তরিক। কিন্তু বর্তমান সময়ে মহামারির মতো প্রেমে প্রতারণার বিষয়টি সামনে আসছে।

‘এ ক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর ব্যাপারে এমন অভিযোগ উঠলে বিষয়টি অবশ্যই প্রশাসনের খতিয়ে দেখা উচিত। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। আমরা আগামী রোববার এ ব্যাপারে ভিসি স্যারের সঙ্গে কথা বলব এবং আমাদের দাবির স্মারকলিপি জমা দেব।’

শিক্ষার্থীদের এই সমাবেশের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম বলেন, ‘শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার ব্যাপারে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে আমাদের শিক্ষকরা কাজ করছেন। এ ব্যাপারে ভিসি স্যারও যথেষ্ট আন্তরিক।

‘তবে মিছিল ও সমাবেশ করা শিক্ষার্থীরা আসলে কী ধরনের সহযোগিতা চায়, তা তাদের স্মারকলিপি হাতে পাওয়ার পরই বলা যাবে।’



আপনার মূল্যবান মতামত দিন: