odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

অধিকার পত্র প্রতিবেদক | প্রকাশিত: ২৪ July ২০২২ ২০:৩৪

অধিকার পত্র প্রতিবেদক
প্রকাশিত: ২৪ July ২০২২ ২০:৩৪

রোববার ২৪ জুলাই সকাল ১০টায় শুরু হয়েছে  ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা, শেষ হবে দুপুর ২টায়। পরীক্ষা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।গত ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের(পিএসসি) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা চলবে।

পরীক্ষা হলে বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র ইত্যাদি সামগ্রী আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার হলে প্রার্থীরা গহনা-অলংকার জাতীয় কিছু ব্যবহার এবং ক্রেডিট কার্ড/ব্যাংক কার্ড বা এ ধরনের কোনো কিছু বহন করতে পারবে না।



আপনার মূল্যবান মতামত দিন: