odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

জেএসসি-জেডিসি পরীক্ষা বন্ধ হচ্ছে

odhikarpatra | প্রকাশিত: ১৭ January ২০২৩ ০৫:৩২

odhikarpatra
প্রকাশিত: ১৭ January ২০২৩ ০৫:৩২

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৩ : জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট  (জেডিসি) পরীক্ষা আর না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা অনুযায়ী, পাবলিক বা বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা না থাকায় চলতি বছর থেকে জেএসসি এবং জেডিসি পরীক্ষা বাদ দেওয়ার সুপারিশ প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হলে তার অনুমোদন দেওয়া হয়।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আক্তার উননেছা শিউলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ অনুযায়ী জেএসসি ও জেডিসি পাবলিক বা বোর্ড পরীক্ষা  গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি, বিধায় ২০২২ ও ২০২৩ এবং তার পরিবর্তে জুনিয়র স্কুল সার্টিফিকেট  (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট  (জেডিসি) পরীক্ষা বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। 



আপনার মূল্যবান মতামত দিন: