ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
শিক্ষাঙ্গন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লোকবক্তৃতায় বিবি রাসেল

MASUM | প্রকাশিত: ১১ আগস্ট ২০১৭ ১৭:১২

MASUM
প্রকাশিত: ১১ আগস্ট ২০১৭ ১৭:১২


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লোকবক্তৃতায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেল বলেন, অর্থ উপার্জনই জীবনের সবকিছু নয়। অর্থ তো নানাভাবেই উপার্জন করা যায়। কিন্তু মর্যাদার সঙ্গে বেঁচে থাকতে হলে নিজের শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যকে জানতে হয়। নিজের শিকড়কে চিনতে হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার আয়োজিত লোকবক্তৃতা সিরিজের ১০ম পর্বে প্রধান বক্তার বক্তৃতায় এসব কথা বলেন বিবি প্রডাক্টশনসের কর্ণধার বিবি রাসেল। গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ লোকবক্তৃতা হয়। এতে বিবি রাসেলের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এস এম মাহবুব উল হক মজুমদার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান প্রমুখ। বিজ্ঞপ্তি



আপনার মূল্যবান মতামত দিন: