odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th October 2025, ২৬th October ২০২৫

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ মারা গেছেন

odhikarpatra | প্রকাশিত: ৬ February ২০২৩ ০৯:৫৮

odhikarpatra
প্রকাশিত: ৬ February ২০২৩ ০৯:৫৮

 

ইসলামাবাদ, ৫ ফেব্রুয়ারী, ২০২৩  : পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ দীর্ঘ অসুস্থতার পর ৭৯ বছর বয়সে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  রোববার সেনাবাহিনী এ কথা জানায়।

সেনাবাহিনীর মিডিয়া উইং প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, জ্যেষ্ঠ সামরিক প্রধানরা জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করে বলেছেন, ‘আল্লাহ মরহুমের রুহের মাগফিরাত দান করুন এবং শোকাহত পরিবারকে শক্তি দিন।’
একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, পারভেজ মোশাররফ রোববার সকালে দুবাইয়ের একটি হাসপাতালে মারা  গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এএফপিকে আরো বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি  যে-  জেনারেল আজ সকালে দুবাইয়ে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  তিনি আর নেই।’
১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাকে সেনাপ্রধানের পদ  থেকে বরখাস্ত করার  চেষ্টা করার পর এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে  মোশাররফ ক্ষমতা দখল করেন। সাত বছরেরও  বেশি সময় ধরে ক্ষমতায় থাকাকালে তার ওপর অন্তত তিনটি  হত্যা প্রচেষ্টা চালানো হয়।
মোশাররফ ক্ষমতায় থাকাকালে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি ধারা বজায় রাখেন।



আপনার মূল্যবান মতামত দিন: