ঢাকা | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

উদ্ধার বার্তা পাঠাতে ড্রোনের সাথে ফোন উড়ালেন মার্কিন ব্যক্তি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৩ ০৬:০১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৩ ০৬:০১

দুর্গম এলাকায় তুষারঢাকা রাস্তায় আটকে পড়েছিলেন এক মার্কিন মোটরচালক। চারপাশ সুনসান। কেউ যে তাঁকে রক্ষা করবে, তেমন কেউ নেই। এমনকি মোবাইলে ফোন করতে গিয়ে দেখেন নেটওয়ার্ক পর্যন্ত নেই। পরে তিনি নিজেকে বাঁচাতে এক অভিনব বুদ্ধি আঁটেন।মোবাইল নেটওয়ার্ট না থাকায় তিনি ঠিক কোন জায়গায় আছেন, তা জানিয়ে একজন বিশ্বস্ত ব্যক্তির উদ্দেশে মোবাইলে খুদে বার্তা টাইপ করেন। এরপর মোবাইলটি ড্রোনে বেঁধে শূন্যে কয়েক শ ফুট ওপরে উড়িয়ে দেন। পরে মোবাইলটি যখন নেটওয়ার্কের ভেতরে ঢোকে তখনই ওই বার্তা নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে যায়।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের। ওই ব্যক্তির উইলামেট ন্যাশনাল ফরেস্টে আটকা পড়েছিলেন। শীতকালে ওই সড়কটি কম ব্যবহার হয়।

উদ্ধারকারীরা এই ব্যক্তির যুগোপযোগী সিদ্ধান্তের জন্য প্রশংসা করেন। তবে তাঁরা তাঁর পরিচয় প্রকাশ করেননি।



আপনার মূল্যবান মতামত দিন: