
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এ বছর ১৬ দিন ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। ৩১ আগস্ট থেকে এই ছুটি শুরু হবে।
আগামী ১ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহা ধরে এ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপিত হবে।
খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর দেশটিতে আবারও কর্মে যুক্ত হবে কর্মীরা।
সৌদি আরবে আগামী ১ সেপ্টেম্বর ঈদুল আযহা উদযাপিত হলে বাংলাদেশে ঈদ হবে এর পরদিন ২ সেপ্টেম্বর। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কিছু অঞ্চলেও ঈদ উদযাপিত হয়।
১৯ আগস্ট: ২০১৭/এসএইচএস/ডেক্স
আপনার মূল্যবান মতামত দিন: