ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

উন্নত ও বিজ্ঞান সম্মত শিক্ষায় বর্তমান শিক্ষা ব্যবস্থার একমাত্র লক্ষ্য : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২০ আগস্ট ২০১৭ ২০:০১

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২০ আগস্ট ২০১৭ ২০:০১

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অনেক কষ্ট ও চেষ্টার পর আমরা নতুন একটি শিক্ষানীতি জাতিকে উপহার দিয়েছি। এ শিক্ষানীতির নির্দেশনা অনুযায়ী দেশের সকল স্তরের শিক্ষাব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। আধুনিক যুগের উন্নত শিক্ষা ও বিজ্ঞান সম্মত শিক্ষায় তরুণ প্রজন্মকে গড়ে তোলাই বর্তমান শিক্ষা ব্যবস্থার একমাত্র লক্ষ্য।
রোববার সকালে ঢাকা কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষা সচিব সোহরাব হোসাইন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী উপস্থিত ছিলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর মানবিক মূল্যবোধ ও নৈতিকতাকে একদম পিষে ফেলা হয়েছিলো। তখন দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিলো। ঘুষ ও দুর্নীতি এই আমল থেকে শুরু হয়েছিল। এখন আবার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শক্তভাবে দেশের হাল ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর ফলে দেশের সকলস্তরে এখন উন্নয়ের ছোঁয়া লেগেছে।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পড়ালেখার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশ ও জাতির প্রতি কর্তব্য পালন করতে হবে। নিজের দেশের প্রতি ভালবাসা থাকলেই জাতির প্রতি কর্তব্য পালন করা সম্ভব। কেননা আপনারাই হচ্ছেন দেশের আগামীর ভবিষ্যৎ।



আপনার মূল্যবান মতামত দিন: