ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

যে গুয়াম দ্বীপে হামলার হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া, সেই দ্বীপটি সম্পর্কে আমরা কতটা জানি?

MASUM | প্রকাশিত: ২১ আগস্ট ২০১৭ ০৯:১৯

MASUM
প্রকাশিত: ২১ আগস্ট ২০১৭ ০৯:১৯

প্রশান্ত মহাসাগরের একটি ছোট দ্বীপে কেন হামলার হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া?

উত্তর কোরিয়া থেকে ৩৪০০ কিলোমিটার দূরে গুয়াম দ্বীপটি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত মূল ঘাটি

হাওয়াই আর এশিয়ার মাঝে এটাই একমাত্র ভূমি, যেখানে বিমানবন্দর আছে

এই স্থান থেকে একই সঙ্গে কোরিয়া আর তাইওয়ানের আশেপাশের এলাকা কাভার করা যায়

দ্বীপটির বেশিরভাগ এলাকা জুড়েই আছে মার্কিন সামরিক ঘাটি

দ্বীপটির অর্থনীতির মূল উৎস পর্যটন আর মার্কিন সামরিক ঘাটি

মানচিত্রে প্রশান্ত মহাসাগরের মাঝে গুয়াম দ্বীপ(Google Maps)


গুয়াম দ্বীপে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ বসবাস করে, যাদের মধ্যে আদিবাসী চামোরো আছে

পাশাপাশি রয়েছে জাপানি আর চীনা লোকজন। প্রশান্ত মহাসাগরীয় অন্য দ্বীপের বাসিন্দারাও থাকে

যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও, গুয়ামের বাসিন্দারা মার্কিন নির্বাচনে ভোট দিতে পারেন না

দ্বীপটিতে সম্পদ খুবই কম আছে সবকিছুর জন্য আমদানির উপর নির্ভর করতে হয়

১৮৯৮ সালে স্প্যানিশ-আমেরিকান যুদ্ধের সময়, দ্বীপটি যুক্তরাষ্ট্রের দখলে যায়

এরপর থেকে এটি আমেরিকার নিয়ন্ত্রণেই রয়েছে



আপনার মূল্যবান মতামত দিন: