-2023-03-27-22-59-45.jpg)
যুক্তরাষ্ট্রের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় হামলাকারীসহ অন্তত চারজন নিহত হয়েছে। টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে।
ন্যাশভিল শহরের বার্টন হিলস ডক্টর এলাকায় কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের কভেন্যান্ট স্কুলে একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বন্দুকধারী পুলিশের সঙ্গে গুলিবর্ষণে লিপ্ত হয় এবং তিনি নিহত হন।
আপনার মূল্যবান মতামত দিন: