ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

স্কটল্যান্ডের সবচেয়ে কম বয়সি ফার্স্ট মিনিস্টার হলেন হামজা ইউসেফ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩ ০১:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩ ০১:৫৪

স্কটল্যান্ডের ষষ্ঠ ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হয়েছেন হামজা ইউসেফ। মঙ্গলবার স্কটিশ পার্লামেন্টে ভোটাভুটিতে আধা-স্বায়ত্তশাসিত সরকার প্রধানের পদে নির্বাচিত হন তিনি।

কিন্তু জাতিগত সংখ্যালঘুদের থেকে নির্বাচিত প্রথম ফার্স্ট মিনিস্টার । পাকিস্তানি বংশোদ্ভূত হামজা সবচেয়ে কম বয়সী ফার্স্ট মিনিস্টারও বটে। সূত্র: বিবিসি।

আট বছর দল এবং স্কটল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত সরকারের নেতৃত্ব দেওয়ার পর গত মাসে আকস্মিক পদত্যাগ করেন নিকোলা স্টার্জেন।

১২৯ আসনের পার্লামেন্টে ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির ৬৪টি ও গ্রিনদের সাতটি ভোট পেয়ে বিজয়ী হন ৩৭ বছর বয়সী হামজা। 

 


আপনার মূল্যবান মতামত দিন: