ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ফ্রান্সে বিস্ফোরণে ভবন ধ্বস, দুই মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ ১৮:১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ ১৮:১০

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেই শহরে বিস্ফোরণে চারতলা একটি ভবন ধসে পড়ার ঘটনায় ঘটেছে। এতে দুইজনের মৃতদেহ পাওয়া গেছে নিখোঁজ রয়েছে ছয়জন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

রোববার স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটের পর হঠাৎ করে বিকট শব্দ হয়ে চারতলা ভবনটি ধসে পড়ে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর পাশের একটি ভবন আংশিক ধসে পড়ে।

কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনে ছিদ্র হয়ে গ্যাস ছড়িয়ে পড়ার কারণে বিস্ফোরণ ঘটে।

ধসে পড়ার পর ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়। আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লাগে। আগুনের কারণে ভবনের নিচে আটকে পড়া কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ওই ভবনের আশপাশের ভবনে বসবাসরত পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: